লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত হবেন বহু মহিলা, ব্লক প্রশাসনকে জানালেন ইলু জারগোর পঞ্চায়েত প্রধান

সাথী দাস, পুরুলিয়া, ১৩ আগষ্ট: দুয়ারে সরকার এর শিবিরে আবেদন করে অনেকে এখনও স্বাস্থ্য সাথী কার্ড পাননি। সেই কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত হবেন বহু মহিলা ব্লক প্রশাসনকে চিঠি দিয়ে জানালেন ইলু জারগো গ্রাম পঞ্চায়েত প্রধান।

ঘটনাটি ঝালদা ১ ব্লকের ইলু জার্গো গ্রাম পঞ্চায়েতের| প্রধানের অভিযোগ, আগামী ১৬ তারিখ থেকে যে দুয়ারে সরকার শুরু হচ্ছে তাতে ইলু জারগো গ্রাম পঞ্চায়েত বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত হবে। কারণ এই প্রকল্পে আবেদন করতে হলে স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন কিন্তু অধিকাংশ মানুষের স্বাস্থ্যসাথী কার্ড নেই। তাই ঝালদা ব্লক প্রশাসনকে চিঠি দিয়েছেন ইলু জারগো প্রধান প্রকাশ মাহাতো।
এই নিয়ে জেলা বিজেপি সাধারণ সম্পাদক শংকর মাহাতো বলেন, শুধু ইলু জারগো নয় গোটা পঞ্চিমবঙ্গের অবস্থা এখন এই রকম। যখন দুয়ারে সরকার হল স্বাস্থ্য স্বাথী হল আদতে পেয়েছে কতজন? যা তথ্য আছে পাঁচ শতাং লোক পেয়েছেন। আবার এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা পেতে তারাই ওই ফর্ম ফিলাপ করতে পারবেন – যাঁদের স্বাস্থ্য সাথী কার্ড আছে। তবে পাবে কারা এটা সম্পূর্ণ ভুল বোঝান হচ্ছে। যাক মানুষের ঘুম ভাঙছে এখানে ইলু জারগোর প্রধানের শিঁড়দাড়া একটু সোজা আছেন তাই তিনি চিঠি দিয়েছেন যাতে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে কোনও মানুষ বঞ্চিত না হয়।

যদিও বিষয়টি নিয়ে ঝালদা মহকুমা শাসক রীতম ঝা জানান স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও যা যা ডকুমেন্ট তাঁরা দিতে পারছে সেগুলিই যাচাই করে আবেদন পত্র জমা নেওয়া হবে এবং দুয়ারে সরকারের শিবিরে আবেদন পত্র পাওয়া যাবে। আবেদন পত্র থেকে সমস্ত রকম সাহায্য করা হবে এখানে বঞ্চিত থাকার কোনো প্রশ্ন নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *