নীল বনিক, আমাদের দেশের, ১০ ফেব্রুয়ারি: সিগন্যালিং ব্যাবস্থায় কাজ হওয়ায় সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার থেকে বহু ট্রেন বাতিল। ইছাপুর এবং নৈহাটির মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ওই কাজ চলবে বলে জানিয়ে ছিল পূর্বরেল। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল কুমার চক্রবর্তী জানান ওই কাজ সম্পূর্ণ হয়ে গেলে শিয়ালদহ-নৈহাটি শাখায় আগের চেয়ে ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
সোমবার থেকে ১৩ জোড়া শিয়ালদহ-নৈহাটি লোকাল বাতিল থাকছে। এ ছাড়াও রানাঘাট-নৈহাটি, শিয়ালদহ-কৃষ্ণনগর এবং ৭ জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে।
দূর পাল্লার বেশ কিছু এক্সপ্রেস ট্রেনকে দক্ষিণেশ্বর-ডানকুনি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেন বন্ধ থাকার জেরে উত্তর শহরতলি থেকে কলকাতায় আসা যাত্রীদের একাংশও সমস্যায় পড়েছেন। যদিও সমস্যা মানিয়ে নিতে পূর্ব রেলের জনংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী সাধারনের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, কয়েকদিন একটু কষ্ট করার পর এর সুফল সারা বছর যাত্রীরা পাবেন।