ভয়ঙ্কর দুর্ঘটনা! বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বানে ভেসে গেল বহু মানুষ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ অক্টোবর: বিসর্জন দিতে গিয়ে হরপা বানে জলে ডুবে মৃত্যু হল অনন্ত ৭ জনের, নিখোঁজ অনেকে। উদ্ধারে এনডিআরএফ। বুধবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মাল নদীতে। নদীতে আটকে পড়ে গাড়ি।

জানাগেছে, বিসর্জন চলাকালীন রাতে হঠাৎ করে হড়পা বান চলে আসে৷ সেই সময় নদীতে বিসর্জন দিতে আসা কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। বেশিরভাগই পুজো কমিটির সদস্য। সেখানে মেলাও বসেছিল। আট থেকে আশি বিভিন্ন বয়সের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায় অনেককে। এখনো নদীর মাঝে আটকে আছে অনেকে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত ৭ জনের মৃত দেহ উদ্ধার হয়েছে। অনেকে নিখোঁজ, মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এনডিআরএফ, সিভিল ডিফেন্স সহ উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজ করছে। আটকে থাকা অনেককে উদ্ধারের চেষ্টা করছে। ঘটনাস্থলে জেলা প্রশাসনের কর্তারা উপস্থিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *