পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: ফের ঘর ভাঙলো বিজেপির। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের এক নম্বর দেভোগ অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য কনক অট্ট সহ একাধিক নেতা যোগদান করলেন তৃণমূলে। এদিন মন্ত্রী মানস ভুঁইঞার হাত ধরে এবং প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইঞার উপস্থিতিতে ওই পঞ্চায়েত সদস্য সহ একাধিক বিজেপির নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
এদিন নব্য তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তথা কর্মাধ্যক্ষ শেখ আবুল কালাম বক্স, অঞ্চল সভানেত্রী মৌসুমী দাস, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিকাশ ভুঁইঞা সহ অন্যান্য তৃণমূল নেতা- কর্মীরা। আগামী দিনে ওই এলাকায় বহু বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসের যোগদান করবে বলে এদিন জানান মন্ত্রী মানস ভুঁইঞা।