আমাদের ভারত, ২ অক্টোবর: অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি ধূপগুড়ির উত্তরায়ন ক্লাবের পূজো মন্ডপ ঘুরে দেখতে দেখতে সুকান্ত মজুমদার বলেন, যারা হবু শিক্ষক শিক্ষিকা, যাদের যোগ্যতা ছিল, তারা এই সময় রাস্তায় বসে থাকতে বাধ্য হচ্ছেন। মা দুর্গা তাদের প্রতি কৃপা করুক। মা দুর্গা অসুর নাশ করে। আমাদের এখানে প্রচুর অসুর দেখা যাচ্ছে। সব নাশ হবে।

গোটা রাজ্যের মানুষ যখন পুজোর আনন্দে মাতোয়ারা, তখন রাস্তার ধারে বসে রয়েছেন চাকরির দাবিতে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। যতদিন না তাদের নিয়োগ হবে কোনো ভাবে আন্দোলন পথ থেকে বিচ্যুত হবে না বলে জানিয়েছেন তারা। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “পুজোর মধ্যেও রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে চাকরি প্রার্থীদের। মা দুর্গা অসুর নাশ করুক। এটা আমাদের রাজ্যের জন্য লজ্জাজনক। আমরা যখন পুজোর আনন্দে ঘুরছি, তখন চাকরির জন্য বহু চাকরি প্রার্থী যারা হবু শিক্ষক, তারা রাস্তায় বসে আন্দোলন করছেন।”
যদিও তৃণমূল মুখপাত্র, কুণাল ঘোষ দাবি করেছেন, “বিরোধীরা চাইছে না এই চাকরির নিয়োগের জট কাটুক। এটা রাজনীতির মঞ্চ নয়। বিরোধীরা মানুষের কাছে যেতে পারে না, তাই এই মঞ্চটাকে তারা ব্যবহার করছেন।”

