ক্লাবগুলোকে সাহায্য করলে অনেক বাবুদের আবার রাগ হয়, ওরাই কিন্তু পাশে থাকে: মুখ্যমন্ত্রী

রাজেন রায়, কলকাতা, ৮ ফেব্রুয়ারি: ভোট ঘোষণার আগেই বিধানসভা থেকে নেতাজি ইনডোরে কল্পতরু মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোরে এ দিন ৮,২৮৯টি ক্লাবকে ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। একইসঙ্গে বিরোধীদের দান-খয়রাতের অভিযোগের জবাবে তিনি মঞ্চ থেকেই বলেন, “ক্লাবগুলোকে সাহায্য করার জন্য অনেক বাবুদের আবার রাগ হয়। কিন্তু ক্লাবগুলোকে সাহায্য করলে তোমাদের রাগ করার তো কারণ থাকতে পারে না। এগুলো তো এলাকার ক্লাব। যারা মানুষের বিপদে-আপদে পাশে থাকে। এই ক্লাবগুলো কখনও একটা ক্যারাম খেলে। কখনও একটু ফুটবল খেলে। কখনও একটা রক্তদান অনুষ্ঠান করে।”

এদিন তিনি বাংলার বিভিন্ন নামী ক্রীড়াবিদদের খেলাশ্রী’ নামে এই মঞ্চ থেকে কৃতীদের ‘খেল সম্মান’, ‘বাংলার গৌরব’, ‘ক্রীড়া গুরু’ ও ‘জীবনকৃতী’ সম্মানে ভূষিত করেন। নবনির্মিত কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের উদ্বোধন এবং পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়দের ১০০০ টাকা করে পেনশন দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, ক্রীড়াক্ষেত্রে ১৬ জনকে ‘খেল সম্মান’, ২৬ জনকে ‘বাংলার গৌরব’, সাতজনকে ‘ক্রীড়াগুরু’, একজনকে ‘জীবনকৃতি’ পুরস্কার দেওয়া হয়েছে। এরপরই তিনি ক্লাবগুলোকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। অনুষ্ঠান থেকে ৯৪৮টি স্পোর্টস কোচিং ক্যাম্পকে ১ লক্ষ টাকা ও রাজ্যস্তরে ৩৪টি স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। এর পাশাপাশি হকির অ্যাস্ট্রোটার্ফের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করার কথা জানান। পাশাপাশি মমতার আরও ঘোষণা, আগামী দিনে রাজ্যজুড়ে ১০০ জনকে বাছা হবে। তাঁরা যখনই বাইরে কোনও ইভেন্টে যাবেন, তাঁদের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *