বন্যার আশঙ্কা! ঘাটালের বহু এলাকা প্লাবিত, জলের তলায় চাষের জমি

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ আগস্ট:
ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির জেরে শিলাবতী, কংসাবতী, ঝুমি, বুড়ি গাং নদীর জল বাড়ছে। চন্দ্রকোনা ১ এবং চন্দ্রকোনা ২ ব্লকের কিছু এলাকা প্লাবিত হয়েছে।

দাসপুরের নাড়াজোল থেকে সুপা যাওয়ার রাস্তা জলের তলায়। এছাড়া ওই ব্লকের বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। প্লাবিত হয়েছে চাষের জমি। চন্দ্রকোনা ১ ব্লক এর মানিক কুণ্ডু, সীতারামপুর, বাঁকা, কুলদহ, চাঁদুর এলাকা প্লাবিত। ভেঙ্গে গিয়েছে চকসুলতানপুরে কন্যাশ্রী সেতু। রাশি রাশি কচুরিপানার ধাক্কায় মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটি ভেঙ্গে পড়ায় স্থানীয়রা কংক্রিটের সেতুর দাবি জানিয়েছেন, কারণ পাশাপাশি দশ-বারোটি গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম কন্যাশ্রী সেতু।

ঘাটাল ব্লকের মনসুকা থেকে খড়ার যাওয়ার রাস্তা প্লাবিত।মানুষজন বিপজ্জনকভাবে যাতায়াত করছে। ঘাটাল শহরের বেশ কিছু জায়গায় জল ঢুকেছে। পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

পুরসভার প্রশাসক বিভাস ঘোষ বলেন, এখনই উদ্বেগের কারণ নেই। আমরা পরিস্থিতির প্রতি নজর রাখছি।
প্লাবিত কিছু এলাকায় মানুষজন ডিঙ্গিতে যাতায়াত করছেন। উল্লেখ্য সম্প্রতি পলাশপাই এবং চন্দ্রেশ্বর খাল সংস্কারের জন্য শিলাবতীর জল রূপনারায়ণ নদে চলে যাচ্ছে ফলে জল বাড়ার হার অন্যান্য বছরের চেয়ে কম।

চাষের জমি প্লাবিত হওয়ায় সবজির ক্ষতির মুখে কৃষকরা। এমনিতেই করোনার কারণে লকডাউন এর জন্য জীবিকা, অর্থ সংকট তার ওপর চাষের ক্ষতির জন্য চিন্তায় আছেন কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *