অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ আগস্ট:
গোপীবল্লভপুর ১ নং ব্লক ও গোপীবল্লভপুর ২ নং ব্লকে সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলিতে অনুষ্ঠিত
হল “মন্থন ষষ্টি” বা “ঝিঙাষষ্ঠী” ব্রত। এদিন গোপীবল্লভপুর ১ নং ব্লকের গোপীবল্লভপুরের বড়বাজার, পিড়াশিমূল, ভট্টগোপালপুর, আলমপুর ও গোপীবল্লভপুর ২ নং ব্লকের মহাপালে গ্রামের মহিলারা এই মন্থন ষষ্টি ব্রত পালন করেন।

কথিত আছে বিবাহিত মহিলারা পুত্র সন্তান লাভ করার ইচ্ছায় এবং মায়েরা নিজেদের সন্তানদের দীর্ঘায়ু কামনার জন্য প্রাচীন কাল থেকে সুবর্ণরেখা নদী তীরে ভাদ্র মাসের শুক্ল ষষ্টি তিথিতে এই মন্থন ষষ্টি ব্রত পালন করেন। এদিন সুবর্ণরেখা নদীর তীরে বাঁশ গাছ, কলাগাছ, হলুদগাছ, আখের গাছ রোপণ করে নৈবেদ্য সমেত পূজা উদযাপন করা হয়। এবং সুবর্ণরেখা নদীর জলে তর্পণ করেন স্থানীয় মহিলারা সম্মিলিতভাবে।

