সাথী দাস, পুরুলিয়া, ১৭ আগস্ট: পুরুলিয়ায় মনসা পুজো ধুম ধামের সঙ্গেই অনুষ্ঠিত হচ্ছে। স্বভাবতই পুজোর আগে প্রতিমা থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিস বেচা কেনা দারুনভাবে জমে উঠেছিল পুরুলিয়ার হাট ও বাজারগুলিতে। প্রতিমার দাম ভালো পাওয়ায় হাসি মুখ দেখা গিয়েছে মৃত্ শিল্পীদের মধ্যেও।
শুধু সর্পদেবীর আরাধনাই হয় না, বাস্তবে দু’দিনের উৎসবে মেতে উঠেছেন পুরুলিয়াবাসী। পুরুলিয়ার তেলকল পাড়ার পুজো উদ্যোক্তা রাজু দাস, নাপিত পাড়ার লিলু ধীবর বলেন, “মনসা পুজোর আয়োজন এক মাস আগে থেকেই হয়। পূজো কার্যত উৎসবের চেহারা নেয়। আজ পূজো, কাল পারণ। পূজো উপলক্ষে ছুটির আমেজ থাকবে। সিংহভাগ মানুষই কাজে যাবেন না। মৎস্যজীবী মানুষ তিন দিন কাজ থেকে বিরত থাকবেন।” পূজো উপলক্ষে আয়োজিত হয় মনসামঙ্গল পালা।
বৃহস্পতিবার, কার্যত বনধ পালন করবেন পুরুলিয়াবাসী। বিভিন্ন দোকান বাজার এমন কি সরকারি কর্মচারীদের একাংশ ছুটি নিয়ে এই উৎসবে মেতে উঠেছেন। শ্রমিক, দিনমজুর, বাস বা পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ কাজে যোগ না দেওয়ায় পথে দেখা যাবে না যাত্রী যান। পরম্পরা মেনে প্রাচীন এই পুজো এবার উৎসবের আকার নিয়েছে। পারিবারিক পুজো ছাড়াও ক্লাব এবং সর্বজনীন মনসা পুজো দেখতে পাওয়া গিয়েছে পুরুলিয়া শহর ও জেলার বাকি অংশে। পুরুলিয়া শহরের অদূরে লোহারশোল ও আমজোড়া গ্রামের বেদে পাড়া, ধীবর পাড়াতেও পুজোর ধুম লক্ষ করা গিয়েছে।