নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ নভেম্বর:
সংবিধান দিবসে বিরোধীদের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। রাজ্য সরকারে বিরুদ্ধে এমন অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তিনি বলেন, সরকার আমাদের বিধানসভায় সবসময় এড়িয়ে চলছিল। তার প্রতিবাদেই আমি সংবিধান দিবসে বক্তব্য রাখিনি। কিন্তু আমরা সংবিধান দিবসে সরকারের পাশেই ছিলাম।
রাজ্যের রাজনৈতিক শিষ্টাচার মেনে সংবিধান দিবসের শুরু থেকে কংগ্রেসের বিধায়করা ছিল। সংবিধান দিবসে বিধানসভায় অনেক অতিথিরা এসেছিল। তাদের সামনে রাজনৈতিক কোনও মতপার্থক্য প্রকাশ পাক তা চায়নি বাম, কংগ্রেসের বিধায়করা। কিন্তু সরকার পক্ষই বিরোধীদের তুচ্ছ তাচ্ছিল্য করেছে বলে অভিযোগ করেন আব্দুল মান্নান। যা একেবারেই কাম্য ছিল না বলে বিধানসভায় সাংবাদিক বৈঠক করে জানান রাজ্যের বিরোধী দলনেতা। তবে সংবিধান দিবসে কংগ্রেস ও বাম বিধায়করা সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা করবে। উল্টোদিকে সরকারকেও বিরোধীদের মর্যাদা দেবার কথা বলেন মান্নান।