আমাদের ভারত, ৩০ এপ্রিল: দেশবাসীর সঙ্গে প্রকৃত ভারতের পরিচয় করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। এমনটাই তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের এক সমীক্ষায়। এছাড়াও এই সমীক্ষায় উঠে এসেছে মন কি বাত অনুষ্ঠানের সবচেয়ে প্রভাবশালী বিষয় শিক্ষা। এই অনুষ্ঠানের শততম পর্বের প্রাক্কালে এই রিপোর্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সমাজে এমন অনেকে রয়েছেন যারা দেশ ও সমাজের উন্নয়নে নীরবে, নিঃস্বার্থে কাজ করছেন। সেইসব মানুষের কথা মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে গোটা দেশ জেনেছে। একই সঙ্গে মন কি বাত অনুষ্ঠানে সেই সব মানুষদের কথা তুলে ধরেছে যাদের জীবন অনুপ্রেরণা দেয়। আইআইএমসির সমীক্ষা রিপোর্টে অন্তত ৭৫% মানুষ এমনটাই মনে করেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, চলতি বছরের ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানটি নিয়ে সমীক্ষাটি চালিয়েছে। সংবাদ মাধ্যমের কর্মী, ছাত্র সহ মিডিয়ার সঙ্গে জড়িত মোট ৮৯০ জন ব্যক্তি, দেশের মোট ১১৬টি মিডিয়া হাউস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় এই সমীক্ষায় অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে ৩২৬ জন মহিলা ও ৫৬৪ জন পুরুষ রয়েছে। সমীক্ষায় যারা প্রতিক্রিয়া দিয়েছেন তাদের ৬৬ শতাংশের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। রিপোর্ট অনুযায়ী এইসব পরীক্ষায় অংশগ্রহণকারীর ৭৬% মনে করেছে দেশবাসীর কাছে প্রকৃত ভারতে ছবি তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মন কি বাত। অনুষ্ঠানের সবচেয়ে প্রভাবশালী বিষয় হলো শিক্ষা। শিক্ষার ব্যাপারে ভাবতে বাধ্য করেছে এই অনুষ্ঠান। ২৬ শতাংশ লোকের মতে, কৃষি ক্ষেত্রে কাজ করা দিনমজুর সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তথ্য পরিবেশন করতে সাহায্য করেছে মন কি বাত।
এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পরেও দীর্ঘক্ষণ মানুষের মনে প্রভাব রাখেতে সক্ষম হয়েছে। ৩২ শতাংশ মানুষ এই অনুষ্ঠানটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। ২৯ শতাংশ মানুষ বন্ধু-বান্ধবের সঙ্গে আলোচনা করেন।
দেশবাসী সঙ্গে যোগাযোগ বাড়াতে রেডিও সম্প্রচার করতে প্রধানমন্ত্রী হওয়ার পরে মানকি বাত অনুষ্ঠান চালু করেন নরেন্দ্র মোদী। রেডিও ছাড়া টিভি ও ইউটিউবে ইন্টারনেটের মাধ্যমে মন কি বাত অনুষ্ঠান শোনা যায়। সমীক্ষা রিপোর্টে দেখা গেছে ১২ শতাংশ লোক রেডিওতে, ১৫% টিভিতে এবং ৩৭ শতাংশ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন।
খুব অল্প সময়ের মধ্যে মন কি বাত অনুষ্ঠান জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, এই অনুষ্ঠানের মাধ্যমে একসঙ্গে দেশের ১০০ কোটি জনগণের সঙ্গে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী।সময় উপযোগী প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে নিজস্ব কায়দায় আলোচনা করেছেন মোদী। এর ফলে প্রাণবন্ত হয়ে উঠেছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের উপরে জোর দেন প্রধানমন্ত্রী। স্বচ্ছতা, স্বাস্থ্য, যোগাযোগ, সংরক্ষণ, পরিবেশ, প্রযুক্তি সহ সামগ্রিক উন্নয়নের কথা তিনি বলেন। তুলে ধরেন মানুষের বাস্তব কাহিনী। যেসব ঘটনা অনুপ্রেরণা দেয় সেই সব ঘটনা তুলে ধরেন তিনি। যা সহজেই দেশবাসীর মন ছুঁয়েছে। কিভাবে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সে ব্যাপারেও জোর দেন মোদী। ৮ থেকে ৮০ সকলের কাছে জনপ্রিয় মোদীর মন কি বাত।