নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ মে : সুরক্ষা না থাকায় ভিন রাজ্যের নার্সরা রাজ্য ছাড়ছেন। রবিবার কলকাতায় এইকথা জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, রাজ্যের চিকিৎসা কর্মীরা সামান্য সুরক্ষাবিধি পর্যন্ত পাচ্ছেন না। তারপর চিকিৎসা কর্মীদের উপর রয়েছে রাজ্যের চাপ। বহু জায়গায় নার্স, চিকিৎসা কর্মীরা সামান্য গ্লাভস, মাস্ক পর্যন্ত পাচ্ছেন না। যার জন্যই ভিনরাজ্যের নার্সরা এবার রাজ্য ছাড়তে চাইছেন।
প্রায় ১০০ উপরে মরিপুরের নার্স ইতিমধ্যেই কলকাতা ছেড়েছেন। বহু নার্স এ রাজ্য ছাড়তে চাইছেন। এমন চলতে থাকলে এবার বেসরকারি স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি ভেঙে পড়বে। সরকারি স্বাস্থ্য পরিষেবার অবস্থা আগে থেকেই বেহাল। এবার বেসরকারি হাসপাতালে নার্স না থাকলে তা রাজ্যের জন্য খুব খারাপ হবে। আর তারজন্য রাজ্য সরকার দায়ী থাকবে বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। রাজ্যের ভুল নীতির জন্যই এখন চিকিৎসা কর্মীরাও রাজ্য ছাড়তে চাইছেন বলে জানান রাহুল সিনহা।

