ঝাড়গ্রাম জেলার মানিকপাড়াতে শুরু হল আইপিএল ধাঁচে একমাসের ক্রিকেট লিগ

অমরজিৎ দে ,ঝাড়গ্রাম, ৩০ আগস্ট:
ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ায় শুরু হল ক্রিকেট প্রিমিয়ার লিগ বা এমপিসিএলI আইপিএল ধাঁচে এই লিগ। রবিবার থেকে মানিকপাড়া প্লেয়ারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘মানিকপাড়া প্রিমিয়ার লিগ’ শুরু হল।

২০১৬ সালে এই লিগ প্রথম শুরু হয়েছিলI এবার লিগের ষষ্ঠ বছর। এই বছর লিগ শুরুর আগে ক্রিকেটারদের নিলাম হয়। ৯ জন দল তৈরিতে এগিয়ে আসেনI ঝাড়গ্রাম জেলার ১৯৪ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছিলেনI প্রতি দলে ১৫ জন করে মোট জন ক্রিকেটার লিগ খেলার সুযোগ পানI তবে ২০০০ পয়েন্টের ভিত্তিতে নিলাম হলেও ক্রিকেটারদের কোনও আর্থিক মূল্য দেওয়া হচ্ছে নাI শুধুমাত্র খেলার দিনের যাতায়াত খরচ ও খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকেI

মানিকপাড়া হাইস্কুলের মাঠে প্রতিদিন ১০-১০ ওভার করে দুটি করে ম্যাচ খেলা হচ্ছেI দর্শকদের ভিড়ও হচ্ছেI আইপিএলের নিয়ম মেনে আগামী ২রা অক্টোবর সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবেI চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি সহ নগদ ২৫ হাজার টাকা ও রানার্স দলের হাতে ২০ হাজার টাকা সহ আরও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবেI সেমিফাইনাল ও ফাইনাল খেলাতে প্রতিবেশী রাজ্যগুলো থেকেও অনেক ক্রিকেটার এখানে খেলতে আসেনI

পুজোর আগে একমাসব্যাপী চলা এই ক্রিকেট খেলা মানিকপাড়া বাসিন্দাদের কাছে কার্যত উৎসবের আমেজ নিয়ে এসেছে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রবিবার প্রিমিয়ার লিগের শুভ সূচনা করেন মানিকপাড়া রেঞ্জের বিট অফিসার অঞ্জন মাইতিI আয়োজক সংস্থার তরফে রাজীব জানা ও অসিত কুমার বাঁকুড়া বলেন, “এখনকার ছেলেদের অনেকেই খেলাধুলা ভুলে মোবাইলে ডুবে থাকছেI যুব সমাজকে নতুন উদ্যমে মাঠে ফিরিয়ে আনা, নেশামুক্ত সমাজ গড়ে তোলা, কিশোর-কিশোরীদের মধ্যে খেলাধুলার প্রবনতা বৃদ্ধির জন্যই এই ক্রিকেট লিগ-এর আয়োজনI”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *