আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ এপ্রিল: সংকটময় করোনা পরিস্থিতিতে ত্রাণকার্যে এগিয়ে এল মেদিনীপুর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশন। রবিবার সকালে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিলির ষষ্ঠ পর্যায়ে মেদিনীপুর শহরের পাটনাবাজার, মহতাবপুর, জুগনুতলা, জজকোর্ট এলাকার ৩০টি পরিবারের হাতে আলু, পেঁয়াজ, তেল, বিভিন্ন মশলা গুঁড়া, লবণ, সোয়বিন, বিভিন্ন ধরনের সবজি সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়।
অন্যদিকে দুপুরে শ্যামসংঘের পূর্ণাঙ্গ সহযোগিতায় এবং মাণিকলাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনয় মেদিনীপুর শহর সংলগ্ন ভালুকখুনিয়া, খাসজঙ্গল, গোটপাড়া এলাকার ছয় শতাধিক দুঃস্থ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। উভয় কর্মসূচিতে সংস্থার পক্ষে সম্পাদক ডঃ নকুল মন্ডল, প্রভাত দাস, স্বস্তিক শাসমল, কৌশিক সাহা, সন্তু মাহাতো, অর্ণিবান সাঁতরা, সঞ্জয় বিশ্বাস, দেবাশীষ বাগচী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য-সদস্যা ও সংস্থার শুভানুধ্যায়ীদের সাহায্যে তারা আগামীদিনেও মানুষের পাশে দাঁড়াবেন। পাশাপাশি জগগণকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

