Manikbazar Panchayat, BJP, মানিকবাজার গ্রাম পঞ্চায়েত ফের বিজেপির দখলে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ সেপ্টম্বর: ফের বাঁকুড়ার সোনামুখী বিধানসভার মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় ফিরল বিজেপি। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ২০২৫ গ্রাম পঞ্চায়েতের সদস্যা শ্যামলী লোহার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তাকে ঘটা করে তৃণমূলে যোগদান করিয়েছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। কিন্তু সোমবার ঘটে গেল ফের পালা বদল। ফের বিজেপিতে ফিরে এলেন শ্যামলী লোহার। তার অভিযোগ, তাকে ও তার স্বামীকে ভয় দেখিয়ে, চাপে ফেলে তৃণমূলে যোগদান করানো হয়েছিল। শ্যামলীদেবী বলেন যে, তিনি বিজেপিতেই ছিলেন, বিজেপিতেই আছেন এবং বিজেপিতেই থাকবেন।

সোমবার একথা জানিয়ে শ্যামলী লোহার বলেন যে, শাসক দলের নেতারা জোরপূর্বক তার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে তাকে তৃণমূলে যোগদান করিয়েছিল। মানিকবাজার পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ৯ জন। এর মধ্যে ৫ জন ছিলেন বিজেপির, ৪ জন তৃণমূলের। শ্যামলী লোহার তৃণমূলে যোগ দেওয়ার পর শক্তির অঙ্ক বদলে গিয়ে তৃণমূল হয়ে গিয়েছিল ৫ ও বিজেপি ৪। সোমবার তার বিজেপিতে ফেরার ফলে আবার অঙ্ক ঘুরে দাঁড়াল বিজেপি ৫, তৃণমূল ৪। মানিকবাজার গ্রাম পঞ্চায়েত আবারও বিজেপির দখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *