স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ ফেব্রুয়ারি: তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থী ও প্রাক্তন পুর প্রশাসক মানিক দত্তকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের ইসলামপুরের ১১ নং ওয়ার্ডে। প্রহৃত হওয়ায় ওই নির্দল প্রার্থী আহত হন৷ স্থানীয় বাসিন্দারা তার মাথায় জল ঢেলে সেবা শুশ্রূষা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
উল্লেখ্য, ইসলামপুর পুরসভায় বেশ কিছুদিন ধরে পুর প্রশাসক ছিলেন মানিক দত্ত। কিন্তু এবারের নির্বাচনে শাসক দলের তরফে তাকে টিকিট দেওয়া হয়নি৷ সেই ক্ষোভে তিনি নিজের এলাকা ১১ নং ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন। কিন্তু দল বিরোধী কাজের অভিযোগ ওঠায় দিনকয়েক আগে তাকে দল থেকে বহিষ্কার করেন তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল৷ এদিন ওই ওয়ার্ডে ভোটপর্ব শান্তিপূর্ণ ভাবেই চলছিল। কিন্তু বিকেল নাগাদ আচমকা একদল দুষ্কৃতী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ৷ ভোটারদের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মারধর করে বুথ করে দেদার ছাপ্পা দেয় তৃণমূল।