জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: মঙ্গলবার পুলিশ দিবস উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার মনিদহ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গুড়গুড়িপাল থানার পুলিশ আধিকারিকদের সংবর্ধনা জানানো হয়েছে। এদিন একটি অনুষ্ঠানে ওই থানার ওসি রবি স্বর্ণকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয়।

থানার পুলিশ কর্মীদের হাতে পুষ্পস্তবক তুলে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি সোরেন, উপপ্রধান অঞ্জন কুমার বেরা এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড়গুড়িপাল ও মণিদহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী মানুষজন। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বলে উপপ্রধান অঞ্জন কুমার বেরা জানিয়েছেন।

