আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ এপ্রিল: করোনা পরিস্থিতিতে ত্রাণকার্যে এগিয়ে এল মেদিনীপুর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশন। শনিবার সংগঠনের পক্ষ থেকে শহরের কবরডাঙা, দাসপাড়া, তাঁতিগেড়িয়া, রেলকললোনী এলাকা, অলক মিলের শ্রমিক পরিবার, ভবঘুরে ব্যাক্তি সহ ৭২টি পরিবারের হাতে আলু, পেঁয়াজ, তেল, বিভিন্ন মশলা গুঁড়ো, লবণ, সোয়বিন, বিভিন্ন ধরনের সবজি সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া হয়।

সংস্থার তরফে সম্পাদক ডঃ নকুল মন্ডল, প্রভাত দাস, কৌশিক সাহা, সন্তু মাহাতো, অর্ণিবান সাঁতরা, সঞ্জয় বিশ্বাস, দেবাশীষ বাগচী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য-সদস্যা ও সংস্থার শুভানুধ্যায়ীদের সাহায্যে তারা আগামীদিনেও মানুষের পাশে দাঁড়াবেন। পাশাপাশি জগগণকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

