খুঁটি পুজোর মধ্যে দিয়ে মন্ডপ তৈরী শুরু “নিতুড়িয়া দুবেশ্বরী সর্বজনীন দুর্গাপূজা কমিটি”র

সাথী দাস, পুরুলিয়া, ৩০ আগস্ট: জন্মাষ্টমীতে খুঁটি পুজোর মধ্য দিয়ে নিতুরিয়ার “নিতুড়িয়া দুবেশ্বরী সর্বজনীন দুর্গাপূজা কমিটি”র মন্ডপ তৈরীর কাজ শুরু হল। ঢাকের বাদ্যি করোনা কালেও পুজোর আবহ সৃষ্টি করল পুরুলিয়ার ওই খনি অঞ্চলে।

জেলার যতগুলি বিগ বাজেটের পুজো হয় তার মধ্যে নিতুড়িয়া দুবেশ্বরী সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো অন্যতম। করোনা আবহে পুজো কমিটির গোটা কয়েক সদস্যকে নিয়েই পুজো কমিটিকে সারতে হল খুঁটি পুজো।

খুঁটি পুজোর মধ্যে দিয়েই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল বলে জানান পূজা কমিটির সম্পাদক বুলা পাণ্ডে। কমিটির সভাপতি গৌতম বাউরি জানান, “এ বছর আমাদের পুজো ৩১ বছরে পা দিল। বিশ্বত্রাস করোনার জন্য আমরা সরকারি গাইডলাইন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে খুঁটিপুজোর অনুষ্ঠান করলাম। করোনার সচেতন বার্তা জনসমক্ষে উপস্থাপন করাই হবে এবারের পুজোর থিমের মূল উদ্দেশ্য।”

নিতুরিয়ার দুব্বেশ্বরী কোলিয়ারির শ্রমিকরা পুজো কমিটিকে তাদের এক দিনের মজুরি দান করেন। ফি বছর এই পুজোর জন্য মুখিয়ে থাকেন এলাকাবাসী। এবার গুজরাটের লক্ষী-নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ হবে বলে জানালেন প্রবীণ সদস্য নবনী চক্রবর্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *