সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ডিসেম্বর: বাদ পড়া ভোটারদের শুনানিতে সর্বোতভাবে সাহায্য করার নির্দেশ দিলেন তৃণমূলের রাজ্য নেতা মানস ভুঁইঞা। আজ তৃণমূলের জেলা কার্যালয়ে দলীয় বিএলও সহ নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে তিনি বলেন, নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকায় যে সকল ভোটারের নাম বাদ গেছে তাদের পাশে দাঁড়িয়ে সর্বোতভাবে সাহায্য করার পাশাপাশি শুনানির দিন তাদের সমস্ত কাগজপত্র তৈরি করতে সহযোগিতা করা, যে সকল যুবক- যুবতী আগামী পয়লা জানুয়ারি আঠারো বছর পূর্ণ করছে তাদের ভোটার হিসাবে আবেদন করতে সাহায্য করা, এই কাজগুলিতে দলীয় কর্মীদের করতে হবে। তিনি কর্মীদের সতর্ক করে বলেন, এসআইআর- এর পরবতী কাজগুলো খুব কঠিন। আগামী দিনে সেই কঠিন কাজ সেরে ফেলতে হবে।তিনি বলেন, আমাদের দলীয় নেত্রী এবং প্রধান সেনাপতি সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন, আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে একটিও বৈধ নাগরিকের নাম যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়।
উল্লেখ্য, মানসবাবুকে এস আই আর বিষয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কারণেই তিনি জেলায় এসেছেন। এর আগে তিনি পুরুলিয়া সফর করেছেন। পরে বিষ্ণুপুর যাবেন। এই তিন সাংগঠনিক জেলায় দলীয় বিএলও’রা এবং জেলা নেতৃত্ব ভালো কাজ করেছে বলে তাদের ও জেলা সভাপতি তারা শঙ্কর রায়ের প্রশংসা করেন।
উল্লেখ্য, মানসবাবুর জেলা সফরকালীন বিজেপির রাজ্য মুখপাত্র জিতেন্দ্র তেওয়ারী বাঁকুড়ায় এসেছেন। এদিন তিনি সাংবাদিক বৈঠকে তৃণমূলের উন্নয়ন নিয়ে কড়া সমালোচনা করেছেন। সে প্রসঙ্গে তিনি বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, রাজ্য সরকার শিল্পায়নের পথেই এগোচ্ছে, বিজেপি উদ্দেশ্য প্রনোদিত ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

