পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২ মার্চ: সবংয়ে রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন মন্ত্রী মানস ভুঁইয়া। শনিবার তিনি সারতা পঞ্চায়েত এালাকায় সবং থেকে খড়িকা পর্যন্ত আট কিলোমিটার রাস্তার সূচনা করেন।
এই রাস্তা তৈরির জন্য প্রায় ১ কোটি ৬১লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। প্রাক্তন বিধায়ক গীতারানি ভুঁইয়া, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আবুকালাম বক্স, প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিকাশ ভুঁইয়া সহ অন্যান্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স বলেন, এই রাস্তা নির্মাণ হয়ে গেলে সবং, নওগা, দণ্ডরা, দশগ্রাম, চাউলকুড়ি ও সারতা পঞ্চায়েত এলাকার শতাধিক গ্রামের মানুষ উপকৃত হবেন। মানসবাবু এদিন শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত অফিস পরিদর্শন করেন। কর্মীদের নিয়ে বৈঠকও করেন। দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।