অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ সেপ্টেম্বর: বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের আঠাঙ্গী গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ধিরাল বাস্কে (৩৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে নিজের বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাঁকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। তাবে কি কারণে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন তার কারণ এখনো পর্যন্ত জানতে পারেনি পুলিশ। এই ঘটনার পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।