আমাদের ভারত, হাওড়া, ৭ সেপ্টেম্বর: তারাপীঠে পুজো দিয়ে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে নিজেদের গাড়ির পিছনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক পূণ্যার্থীর। মৃতের নাম উত্তম কুমার দাস (৫০)। বাড়ি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ৬ নং জাতীয় সড়কে পাঁচলা থানার ধামসিয়ায়। দুর্ঘটনায় গাড়ির চালক সহ ৫ যাত্রী আহত হয়। তাদের উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

জানাগেছে, শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে ৮ জন তারাপীঠ মন্দিরে পুজো দিতে যায়। শনিবার পুজো দেওয়ার পর রবিবার বাড়ির পথে রওনা হয়। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ২টো নাগাদ প্রাইভেট গাড়িটি ধামসিয়ার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক গাড়িটির পিছনে ধাক্কা মারলে গাড়িটির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির চালক সহ ৬ জন আহত হয়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উত্তম কুমার দাসকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনা সম্পর্কে গাড়ির চালক তন্ময় গুছাইত জানান, রবিবার সন্ধ্যে ৬টা নাগাদ তারাপীঠ থেকে আমরা রওনা দিয়েছিলাম। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পর রাত ২টো নাগাদ ধামসিয়ার কাছে কিছুক্ষণ বিশ্রামের জন্য গাড়ি থামাই। পরে পুনরায় রওনা হওয়ার জন্য সকলে গাড়িতে ওঠার পর গাড়ি ছাড়ার সময় একটি ট্রাক পিছন থেকে এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। আর তার ফলেই এই দুর্ঘটনা। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।


