আমাদের ভারত, আরামবাগ, ১৮ নভেম্বর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম শুভেন্দু গাঙ্গুলি বয়স (৪২)।
নিহত ব্যক্তি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। জানা গেছে, তিনি গোঘাট থেকে বাইকে করে আরামবাগে আসছিলেন সেই সময় রাস্তার ধারে পড়ে থাকা একটি বাঁশ বাইকের চাকায় ঢুকে যায়। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি লোহার পোস্টে ধাক্কা লাগে।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। জানা গেছে, তার বাড়িতে স্ত্রী ছাড়া বাবা-মা ও ভাই রয়েছে।