মদ বিক্রির প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর করে গায়ে অ্যাসিড দেওয়ার অভিযোগ, অশোকনগরে গ্রেফতার এক ব্যক্তি

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ২৯ জুন: বাড়ির সামনে মদ বিক্রির প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারধর করে গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল এক মদ বিক্রেতার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ ওই মদ বিক্রেতাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটে সোমবার রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার ৯ নং ওয়ার্ডের হরিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নাড়ু সাধু।

স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে প্রতিবেশী এক মহিলা কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই গৃহবধূর বাড়ির সামনে নাড়ু সহ বেশ কয়েকজন বাইরে থেকে আসা যুবক মদ খেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল। ওই গৃহবধূ তার প্রতিবাদ করায় নাড়ু সহ দুই মদ্যপ যুবক তাকে মারধর করে বলে অভিযোগ। গৃহবধূ থানায় অভিযোগ করবে বলে উঠতেই নাড়ু বাড়ি গিয়ে এক বোতল অ্যাসিড এনে ওই গৃহবধূকে লক্ষ্য করে ছুড়ে মারে। প্রতিবেশীরা ছুটে এসে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে অশোকনর থানার পুলিশএসে ঘটনাস্থল থেকেই নাড়ু সাধুকে গ্রফতার করে।

বাসিন্দারা জানিয়েছেন, নাড়ু সাধু দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বেআইনি মদ বিক্রি করত। এমন কী ওই.ব্যক্তির বাড়িতেই মদের আসর বসাত। বাইরের মদ্যপদের দাপটে স্থানীয় বাসিন্দারা এলাকায় ঢুকতে ভয় পায়। কেউ কেউ নাড়ুর বাড়ির সামনে বসে প্রকাশ্যে মদ খেয়ে গালিগালাজ করত। সন্ধ্যের পর প্রতিবেশী মহিলারা বাড়ির বাইরে বেরতে পারতেন না। এলাকাবাসি অমর দাস জানান, বিভিন্ন মহলে জানালেও বেআইনি মদ বিক্রি করা বন্ধ করেনি বরং বেআইনি মদের কারবার দিনের পর দিন বাড়তে থাকে। এদিন রাতে এলাকার এক গৃহবধূ প্রতিবাদ করতে গেলে এই ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অশোকনগর থানার পুলিশ বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তকে বুধবার বারাসাত আদালতে পাঠাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *