আমাদের ভারত, হাওড়া, ২৮ জানুয়ারি: আড়াই বছরের শিশু কন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে সোমবার রাতে উলুবেড়িয়া থানার পুলিশ বহিরা গ্রাম থেকে তপন রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃতের বিরুদ্ধে পুলিশ পসকো আইনে মামলা রুজু করেছে। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অভিযোগ, গত রবিবার শিশুকন্যাটির বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি তাকে বাড়ির পাশের বাগানে ডেকে নিয়ে যায় এবং তার উপর যৌন নির্যাতন চালায়। এদিকে শিশুটির মা তাকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পাশের বাগানে গেলে তাকে দেখতে পায়। পরে বাড়িতে আসলে শিশুটি সমস্ত ঘটনা বলে। সোমবার রাতে শিশুটির মা উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
যদিও অভিযুক্তের দাবি, একটি রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে সমস্যা চলছিল সেই কারণেই তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।