অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৫ জানুয়ারি:
এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন এক্সবার্তায়।
সোমবার শুভেন্দুবাবু লিখেছেন, “এসআইআর-এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মরিয়া মিথ্যাচার এবং এসআইআর-কে থামানোর জন্য তাঁর সর্বশেষ আবেদনের সত্যতা অস্বীকার করে আমি মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি চিঠি পাঠিয়েছি। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সম্পর্কে তাঁর তথাকথিত ‘উদ্বেগ’ ‘খাঁটি কল্পকাহিনী’ ছাড়া আর কিছুই নয়।
শুভেন্দুবাবু লিখেছেন, “বাস্তবে, ভুয়ো ভোটার, মৃতদের ভূত এবং অবৈধ অনুপ্রবেশকারী— তৃণমূল কংগ্রেসের নোংরা গোপন বিষয়গুলি তুলে ধরছে ইসিআই-এর অভিযান। নির্বাচনে কারচুপির জন্য বছরের পর বছর ধরে এদের তারা রক্ষা করে আসছে। এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কারণ, ২০২৬ সালের স্বপ্নের জন্য এসআই তার মৃত্যু সংকেত।”

