হাল খারাপ তাই গুরুংয়ের হাত ধরেছে মমতা, বিনয় তামাংয়ের সঙ্গে বৈঠক করেও বাঁচবে না গদি একযোগে জানাল বাম, বিজেপি

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩ নভেম্বর:
বিমল গুরুংয়ের ভরসায় রাজনীতি করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এখন পাহাড়ে বিমল গুরুংয়ের ভরসায় রাজনীতি করার চেষ্টা শুরু করেছেন। এই গুরুংয়ের নামেই রাজ্য সরকার দেশদ্রোহিতার মামলা করেছে। যার জন্য দীর্ঘ কয়েক বছর পাহাড় ছাড়া ছিল বিমল গুরুং। পাহাড়ে মুখ্যমন্ত্রীর নিজের প্রয়োজনেই বিমল গুরুংকে ফেরাতে চাইছে বলে জানান, যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেন, ছত্রধর মাহাতোকে মুখ্যমন্ত্রী নিজের প্রয়োজনে জঙ্গলমহলে ফিরিয়েছেন। তবে মানুষ সবটাই বুঝতে পারছেন। কলকাতায় বিনয় তামাংয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকেরও কড়া সমালোচনা করেন সুজনবাবু।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিনয় তামাংয়ের বৈঠকেরও কড়া সমালোচনা করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। প্রসঙ্গত, পাহাড়ের পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিনয় তামাং, অনিতা থাপা। সেই প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, বিনয় তামাংয়ের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী আর গদি রক্ষা করতে পারবেন না। তবে শেষ হওয়ার আগে একবার গদি বাঁচানোর শেষ চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *