নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, কমিউনিষ্টদের থেকেও মমতার শাসনকে ভয়ঙ্কর বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারেঙ্গি। তাঁর অভিযোগ, তৃণমূলের আমলেই এরাজ্যে বজরঙ্গ দল এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের বিরুদ্ধে সব থেকে বেশি মামলা হয়েছে। তিনি বিষয়টি সংসদে তুলবেন বলে জানিয়েছেন।
গতকাল রবিবার সন্ধেয় ওড়িশার বজরং দলের প্রাক্তন সংযোজক তথা কেন্দ্রীয় মন্ত্রী এরাজ্যের বিশ্বহিন্দু পরিষদের রাজ্য সদর দফতরে আসেন। সেখানে বিশ্বহিন্দু পরিষদের রাজ্য নেতৃত্বর সঙ্গে এরাজ্যের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেইসময়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারেঙ্গি বলেন, কমিউনিষ্টদের থেকে মমতার শাসন আরও ভংঙ্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের নামে সবথেকে বেশি মামলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এমন কথা শুনে রাজ্য বজরং দলের সদস্যরা স্বভাবতই উচ্ছ্বসিত। এমনকি তিনি এরাজ্যের বজরং দলের সদস্যদের আশ্বস্ত করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমি এরাজ্যের পুলিশি রাজ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। পাশাপাশি সামনের সংসদের অধিবেশনে বিষয়টি পার্লামেন্টে তুলবেন বলে রাজ্য নেতাদের জানান প্রতাপ সারেঙ্গি।
এছাড়াও সিএএ প্রসঙ্গ নিয়েও রাজ্য বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের সঙ্গে আলোচনা করেন। তিনি রাজ্য বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের বলেন সিএএ নিয়ে রাজ্যে লাগাতার প্রচার করতে। প্রচারই সিএএ নিয়ে বিরোধীদের সব অপপ্রচার রুখবে বলে জানান প্রতাপ সারেঙ্গি। সিএএ নিয়ে তাঁকে কয়েকটি সভা করার কথা বলেন রাজ্যের বিশ্ব হিন্দু নেতারা। তাদের কথা রেখে প্রতাপ সারঙ্গি বলেন, আপনারা সময় ঠিক করুন। আমি অবশ্যই এরাজ্যে সিএএর সমর্থনে সভা করবো। তবে এব্যাপারে এরাজ্যের বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের প্রশ্ন করা হলে তাঁরা বলেন, গতকাল আমাদের দফতরে কেন্দ্রীয় মন্ত্রী সৌজন্য সাক্ষাত করতে এসেছিলেন। তার বেশি কিছু বলা সম্ভব নয়।