নীল বনিক, আমাদের ভারত, ৩১ মার্চ: সামাজিক দূরত্ব বজায় না রেখেই খিদিরপুরে সিজিআর রোডে চলছে বাজার। মঙ্গলবার সকালে খিদিরপুর সিজিআর রোডে বসছে শাকসব্জীর বাজার। বসেছে ফলের বাজারও। কিন্তুু সামাজিক দূরত্ব বাজায় না রেখেই দিব্যি চলছে কেনাকাট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুরোধ করেছেন সামাজিক দূরত্ব বজায় রেখেই বাজার খোলা রাখতে হবে। এমনকি মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে গন্ডিকেটে দিয়েছেন। যাতে গন্ডির মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে কেনাকাট। মুখ্যমন্ত্রীর হাজার অনুরোধ সত্বেও হুঁশ ফেরেনি কলকাতার খিদিরপুর অঞ্চলের বহু নাগরিকের। বিরোধী দল বিজেপিও বারবার অভিযোগ করেছে খিদিরপুরে লকডাউন মানা হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় না রেখেই খিদিরপুরে বাজারহাট চলছে। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা কলকাতার খিদিরপুর সহ বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছেন। মঙ্গলবার সকালে খিদিরপুরের বাজারের ছবি সেই দাবি যেন আরও জোরাল করল।