Sukanta, BJP, হিন্দু শরণার্থীদের আটক করে রেখেছে মমতার পুলিশ, বিস্ফোরক দাবি সুকান্তর

আমাদের ভারত, ৯ নভেম্বর: বাংলাদেশি হিন্দু শরণার্থীদের অনুপ্রবেশকারী বলে আটক করে রেখেছে মমতার পুলিশ। আজ এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর আশ্বাস, আজ না হয় কাল, তারা কোর্টের মাধ্যমে এই হিন্দু শরণার্থীদের ছাড়ানোর ব্যবস্থা করবেন।

হাইকোর্ট বাঙালি হিন্দু শরণার্থীদের হিসেব সহ তাদের সামগ্রিক পরিস্থিতি জানতে চেয়েছে সরকারের কাছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলে কত বাঙালি হিন্দু শরণার্থীকে কত সংখ্যায় আটক করে রাখা হয়েছে, তার একটি বিবৃতি দেওয়ার জন্য বলেছে, রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। তার সাথে কেন্দ্র সরকারকে বলা হয়েছে, হিন্দু শরণার্থীদের জন্য যে নতুন আইন হয়েছে সেই বিষয়ে রাজ্য সরকারকে অবহিত করাতে হবে। সুকান্তবাবু আশ্বস্ত করেন, আদালতের নির্দেশ অনুযায়ী কেন্দ্র সরকার সবটা জানিয়ে দেবে। শরণার্থী আইনের যে পরিবর্তন হয়েছে সেই আইন বুঝিয়ে দেবে। কিন্তু তাঁর অভিযোগ, এই আইন অনুযায়ী বাংলাদেশি হিন্দু, যারা ওপার থেকে এপারে ঢুকেছেন, তাদের শরণার্থী না বলে অনুপ্রবেশকারী বলে হিন্দু বিরোধী মমতা সরকার ও পুলিশ আটক করে রেখেছে। তাঁর দাবি, এইসব হিন্দু শরণার্থীদের ছাড়তে হবে। একই সঙ্গে তাঁর হুঙ্কার, “আজ না হোক কাল, তাদের ছাড়ার ব্যবস্থা আমরা করব কোর্টের মাধ্যমে করবো।”

অন্যদিকে মতুয়াদের অনশন প্রসঙ্গে তিনি বলেন,
মমতা বালা ঠাকুর, মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ বলে গেছেন, সিএএ’তে অ্যাপ্লাই করবেন না। তাহলে এখন অনশন করছেন কেন? এখন নাম কাটা যাচ্ছে কাদের? যারা সিএএ’তে অ্যাপ্লাই করেননি। এপ্লাই না করায় নাগরিকত্ব পায়নি বলে সেইসব হিন্দুদের নাম কাটা যাচ্ছে। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বালা ঠাকুর দায়ী। তাই অনশন করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, অথবা নবান্নের সামনে গিয়ে অনশন করতে হবে।

অন্যদিকে সিএএ’তে অ্যাপ্লাই যারা করেছেন, তাদের রসিদ এসআইআর- এর ক্ষেত্রে গ্রহণযোগ্য করার দাবি উঠেছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, যারা সিএএ’তে অ্যাপ্লাই করেছেন, তারা বাংলাদেশের শরণার্থী। বর্তমান আইন অনুসারে একবার এদেশে আসার পরে আর তাদের ফেরত পাঠানো যাবে না। আজ না হয় কাল তাদের নাগরিকত্ব দিতে হবে। আর নাগরিকত্ব দিলে ভোটাধিকারও দিতে হবে। ফলে তাদের ভোটাধিকার যাতে ক্ষুন্ন না হয়, তাই বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখা হোক বলে মনে করে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *