অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৯ মে: রেলের ভাড়া কমানোর দাবিতে এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজিমগঞ্জ-কাটোয়া লাইনে ট্রেনের ভাড়া কমানোর দাবি জানিয়ে দুই পাতার একটি চিঠি পাঠিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী দাবি করছেন, আমাদের রাজ্যে কিছু জায়গায় (কাটোয়া আজিমগঞ্জ) রেল টিকিটের ভাড়া কম করুক।
এর প্রেক্ষিতে শুক্রবার বিজেপি-র রাজ্য কমিটির সদস্য সুদীপ্ত গুহ সামাজিক মাধ্যমে লিখেছেন, “কিন্তু রেলকে সবচেয়ে বেশি দামে বিদ্যুৎ বেঁচে WBSETCL। গত বারো বছর আজিমগঞ্জ ব্রিজ, মেট্রো রেল, বিভিন্ন ওভারব্রিজে জমি না দেওয়ায় রেল বহু কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। মেট্রো প্রকল্প রেলকে ১০০% বিনিয়োগ করতে বাধ্য করছে পশ্চিমবঙ্গ। অন্য সব রাজ্য ৫০% দিচ্ছে। জমির দাম সবচেয়ে চাইছে পশ্চিমবঙ্গ। রেলে ঢিল মারা, আগুন ধরানোয় বাংলা এগিয়ে। (অনেকে বলছে পকেটমারের সংখ্যাতেও একনম্বরে)
পরের দাবি, বিনা পয়সায় পশ্চিমবঙ্গবাসীকে রেলে চড়তে দিতে হবে।”