আমাদের ভারত, কলকাতা, ৩ ফেব্রুয়ারিতে: কেন্দ্রের বকেয়া নিয়ে মমতার দাবি সম্পর্কে ঘটনার সত্যতা অবিলম্বে বিজেপি-কে প্রকাশ্যে আনার কথা বললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “কেন্দ্র থেকে বছরের পর বছর বরাদ্দ অর্থের ব্যবহারের শংসাপত্র তৃণমূল জমা দেয়নি। এই ব্যর্থতার কথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিকে অবিলম্বে জানাতে হবে। এখনই সাংবাদিক সম্মেলন করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি শ্বেতপত্র প্রকাশ করুন। দিল্লি কী করল তা দেখিয়ে দিলে হবে না!”
অপর একটি এক্স হ্যাণ্ডেলে তিনি লিখেছেন, “মাননীয়া বলছেন, উনি নাকি সব ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আরও বলেছেন, কেন্দ্র নাকি ওঁর কাছ থেকে অভিষেকের জন্মের আগেকার হিসাব চাইছে। উনি হয়তো জানেন না, রাজ্য সরকারের হিসাব রাজ্য সরকারকেই দিতে হবে। তার সঙ্গে অভিষেকের জন্মের কোনও সম্পর্ক তো নেই !”