Mamata, BLO, বিএলও’দের মমতার ‘সতর্কতা’, প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে

আমাদের ভারত, ২৯ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় পরিষ্কার করে বলেছেন, বিএলও-রা রাজ্য সরকারের কর্মচারী। সুতরাং তাঁদের দেখতে হবে ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়। তিনি এও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না। বাংলার সরকারই থাকবে। এই মন্তব্য এবং মুখ্যমন্ত্রীর চড়া স্বরে তৈরি হয়েছে প্রতিক্রিয়া। মন্তব্য করেছেন অজস্র নেটনাগরিক।

সামাজিক মাধ্যমে চন্দন চক্রবর্তী লিখেছেন, “২০১১ সালের পর থেকেই একই কথা। আমি জানি কে, কারা বেআইনি কেরছে। তা জানেন যদি ব্যবস্থা কি নিয়েছেন। সেটা তো জানান। আপনি চালাক আর আমরা জনগণ বোকা, না?” জগবন্ধু বাউরি লিখেছেন, “রাজ্য সড়কের দিকে ধ্যান দিন।” বিশ্বজিৎ পণ্ডা লিখেছেন, “বোন অভয়াকে আপনার সন্দ্বীপ ঘোষ খুন করেছে।”

পাপাই ঘোষ লিখেছেন, “শুধু মানুষের সেবা করবে বলে….নেতা- নেত্রীগুলো দিন রাত এক কোরে দিচ্ছে….”। তপন রায় লিখেছেন, “হ দিদি, অত কথা বাদ দেন, কৃষক বন্ধু বন্ধ। বিশ্বজিৎ পণ্ডা লিখেছেন, “তামান্নার খুনিদের ব্যাপারে আপনি কোনও স্টেপ নেননি।”

গৌতম শিকদার লিখেছেন, “বড় আজব কথা আপনি প্রশাসনের লোকদের নাম জানেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, আপনি প্রায়ই মিটিংয়ে বলেন, অথচ আপনি কোনও স্টেপ নেন না। এটা কোন ধরনের প্রশাসনিক নীতি, আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী।” সন্দীপ বেলেল লিখেছেন, “দিদি আপনি ভয় দেখাচ্ছেন!”

বিভা সরকার লিখেছেন, “কোথাকার হরিদাসী। সুমন্ত বিশ্বাস লিখেছেন, “সব দুর্নীতিতেই তৃণমূল জড়িত আছে।” প্রণব দত্ত লিখেছেন, “২০০৫ সালে আপনি লোকসভাতে কী বলেছিলেন সবার মনে আছে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *