লাল ফিতের ফাঁসে করোনার লড়াইকে ফেলছে মমতার প্রশাসন, অভিযোগ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের

গোপাল বনিক, আমাদের ভারত, ২৭ এপ্রিল: লাল ফিতের বাঁধনে করোনার লড়াই ফেলে দিচ্ছে রাজ্য, সোমবার এমন অভিযোগ করেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য সরকারকে চারচারটে চিঠি দিয়েছে। রাজ্য কোনও জবাব দেয়নি। যদি রাজ্য জবাব না দেয় তাহলে কেন্দ্রীয় সরকার কিভাবে সাহায্য করবে বলে প্রশ্ন তুললেন বিজেপির রাজ সহসভাপতি।

তাঁর আরও অভিযোগ, শত্রু মনোভাব নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে ব্যবহার করছে রাজ্য। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য সরকারকে সহযোগিতা করতে রাজ্যে এসেছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করতে চায়। কিন্তুু তৃণমূল সরকার তা চায় না। তারজন্য প্রথমদিন থেকেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে অসহযোগিতা করছে রাজ্য প্রশাসন। তাদের করোনা প্রভাবিত জায়গাগুলিতে যেতে বাধা দিচ্ছে। একেবারে নবান্ন থেকে কেন্দ্রীয় দলকে এরাজ্যে হাসপাতালগুলিতে না যাওয়ার কথা বলা হচ্ছে। তাও আবার রাজ্যের মুখ্যসচিব বলছেন। যা কখনই রাজিব সিনহা বলতে পারেন না। তবে রাজ্য সরকারকে দ্রুত কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সাহায্য করা উচিত বলে জানান জয়প্রকাশ মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *