নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ আগস্ট : শেষ বারের মতো রেড রোডে জাতীয় পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সল্টলেকে এমনই দাবি করলেন রাজ্য বিজেপির মাইনরিটি মোর্চার সম্পাদক কাশেম আলি।
শনিবার ১৫ই আগস্ট নিয়ম মাফিক কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রসঙ্গেই কটাক্ষ করে কাশেম আলি বলেন, রাজ্যে গণতন্ত্র নেই। আর মুখ্যমন্ত্রী জনগণের করের টাকায় ঘটা করে জাতীয় পতাকা তুলবেন। তার মন্ত্রীদের নিয়ে রেড রোডে জনগণের করের টাকায় প্রতিবার অনুষ্ঠান করেন। গণতন্ত্র বজায় রাখতে বিজেপি ১৬ -ই আগস্ট বুথে বুথে গণতন্ত্র দিবস পালন করবে। আগামীকাল আমরা দলের শহিদ পরিবারের সঙ্গে দেখা করব। ২০২১ এ তৃণমূলকে বিদায় দিয়ে প্রকৃত স্বাধীনতা রাজ্যের মানুষকে উপহার দেবে বিজেপি। তারপর মানুষ প্রকৃত গণতন্ত্রের মধ্যে দিয়ে জাতীয় পাতাকা রাজ্যে উত্তলন করবেন বলে জানান তিনি।