নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১০ নভেম্বর :
প্রতিষ্ঠান বিরোধী হাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে। বিহার নির্বাচনে বিজেপির ভালো ফল হবার পরেই সল্টলেকে এমন মন্তব্য করলেন মুকুল রায়। তিনি বলেন, আগামী বছর এরাজ্যের বিধানসভা ভোট। সেই ভোটে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই বুঝতে পারবেন।
বিহার নির্বাচনে বিজেপি ও নীতীশ কুমারের জোটের ভালো ফল হবার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেন মুকুল রায়। তিনি বলেন, বিহার নির্বাচনের ফলাফল সামনে আসতে অনেকেই কষ্ট পাচ্ছেন। কিন্তুু কেউ কষ্ট পেলে ভোটের ফলাফল উল্টে যাবে না। তাই বিহার নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধীদের মন খারাপ না করার পরামর্শ দিলেন সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি মুকুল রায়। পাশাপাশি বিহার নির্বাচনের ফলাফল নিয়ে সংবাদমাধ্যমকেও কটাক্ষ করলেন তিনি। মুকুল রায় বলেন, সমস্ত সমীক্ষাতে বিজেপির পরাজয় দেখানো হয়েছিল। পরাজয়ের ইঙ্গিত দিয়ে অনেক সাংবাদিক মিষ্টি বিতরণ করেছিলেন। কিন্তুু তাদেরও ইচ্ছা পূরণ হয়নি বলে জানিয়েছেন মুকুল রায়।