নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ ডিসেম্বর:
অনুপ্রবেশকারীদের বীজ বপনের জন্য প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতিবসুকে দায়ী করলেন রাহুল সিনহা। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেন, বাম আমলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশ রাজ্যে শুরু হয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও চালু রয়েছে। বামেদের দেখানো পথেই তৃণমূল চলছে বলে অভিযোগ করেন রাহুল সিনহা।
তিনি বলেন, বেআইনি অনুপ্রবেশকারীরাই রাজ্যের শাসক দলের ভোট ব্যাঙ্ক। তাই সংশোধিত নাগরিক বিল আসতেই অনুপ্রবেশকারীরা রাজ্যে অরাজকতা শুরু করেছে। যাতে পুরোপুরি মদত দিচ্ছে রাজ্যের শাসক দল। তবে তাতে কোন লাভ হবে না বলে বুধবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে জানান রাহুল সিনহা। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড, আধারকার্ড সব করে নিয়েছেন। কিন্তু এইগুলি দিয়ে অনুপ্রবেশকারীরা এদেশে থাকতে পারবেন না। নাগরিক পঞ্জি হলে তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।