জয়দেব লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ২৯ মে:
‘১০০ দিনের কাজের ৬ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছে। ৫ মাস ধরে বকেয়া। এটা কেন্দ্র দয়া করছে না। আমাদের প্রাপ্য টাকা। শ্রমদিবস পর্যন্ত ঠিক করা হয়নি। আবাস যোজনার টার্গেট জানানো হয়নি। ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্র নোংরা রাজনীতি করছে। দ্রুত টাকা না মেটালে কলকাতা থেকে দিল্লি সর্বত্র আন্দোলন হবে।’ রবিবার দুর্গাপুরে সার্কিট হউসে ঢোকার আগে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, আগামী ২০২৩ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর ওই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রামীন আর্থ সামাজিক উন্নয়নে জোর দিয়েছে রাজ্য সরকার। ১০০ দিনের প্রকল্প, আবাস যোজনার গৃহ নির্মাণ, সড়ক যোজনার ওপর গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে জেলায় উন্নয়নের কাজ খতিয়ে দেখতে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সফরের পর ৩০ ও ৩১ মে পুরুলিয়া জেলা সফর। ওই দুই জেলায় প্রশাসনিক মিটিং ছাড়াও জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। আবহাওয়ার দুর্যোগের কারণে তার আগে রবিবার বিকেলে দুর্গাপুর সার্কিট হাউসে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সার্কিট হাউসে ঢোকার আগে জনগণ ও সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রথমে আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ে শিল্পাঞ্চলবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করে বলেন, “একশো দিনের কাজে দেশের মধ্যে বাংলা প্রথম। আবাস যোজনায় প্রথম। সড়ক যোজনায় প্রথম। অথচ গত ডিসেম্বর মাস থেকে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। ৯৬ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছিল। এখন ১০০ দিনের কাজের ৬ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছে।” তিনি বলেন, “সংবিধানে নিয়ম আছে ১০০ দিনের যারা কাজ করে, ১৫ দিনের মধ্যে তাদের বেতন মিটিয়ে দিতে হবে। অথচ কেন্দ্র গত ৫ মাস ধরে বকেয়া টাকা দিচ্ছে না। এটা আমাদের প্রাপ্য। কেন্দ্র দয়া করছে না। এখান থেকে যে ট্যাক্স ও জিএসটির টাকা তুলে নিয়ে যায়। সেখান থেকে আমাদের প্রাপ্য টাকা পাই।” তিনি আরও বলেন, “কেন্দ্র নোংরা রাজনীতির খেলা খেলছে। ১০০ দিনের কাজের টাকা আটকে দিয়েছে। এখনও শ্রমদিবস পর্যন্ত ঠিক করা হয়নি। আবাস যোজনার টার্গেট জানানো হয়নি।”
এদিন তিনি কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে দলের তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু সেল থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠনগুলিকে বুথ স্তরে, ওয়ার্ডে, গ্রামে, শহরে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন। তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা কেন মানুষ পাচ্ছে না। বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও। এই শ্লোগানকে সামনে রেখে আগামী ৫ ও ৬ জুন প্রতিবাদ মিছিল হবে সমস্ত ব্লক স্তরে।” তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা মেটানো উচিত। আবাস যোজনার টার্গেট করা উচিত। তা না হলে আগামীদিনে কলকাতা থেকে দিল্লি সর্বত্র আন্দোলন হবে।”