নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ ফেব্রুয়ারি:
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে ভারতের বাইরে মনে করছেন। শনিবার এই অভিযোগ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন সিএএ আইন মানবেন না। এরাজ্যে এই আইন চালু হবে না। কিন্তু সিএএ দেশের পার্লামেন্টে পাশ হয়েছে। তাহলে এই আইন না মানলে রাজ্য সরকার দেশের সংসদকে অস্বীকার করছেন। আর সংসদকে অস্বীকার একমাত্র পাকিস্তান পন্থীরাই করতে পারেন। তাই আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এরাজ্যকে ভারতের বাইরে মনে করেন।
তবে মমতার এই মনে হওয়াতে রাজ্যবাসীর কিছু আসে যায় না। মানুষ মুখ্যমন্ত্রীর সব উদ্দেশ্য বুঝতে পারছেন। তাই মানুষ এরাজ্যে সিএএর সমর্থনে রাস্তায় নামছেন। যেমন এদিন দমদমে মানুষ সিএএর সমর্থনে রাস্তায় নেমেছেন। এদিন দমদমে শিথির মোড়ে বিজেপি সিএএর সমর্থনে মিছিল করে। সেই মিছিলে পা মেলান অগ্নিমিত্রা পাল। সেখানেই রাজ্য সরকারকে আক্রমন করে তিনি বলেন, রাজ্যকে ভারতের বাইরে মনে করছেন মুখ্যমন্ত্রী। তবে তার মনে হওয়াকে এবার বদলাতে রাজ্যজুড়ে সিএএর সমর্থনে প্রচার শুরু হয়েছে বলে জানান অগ্নিমিত্রা পাল।