নীল বনিক, আমাদের ভারত, ২৪ এপ্রিল: করোনার অব্যাবস্থা থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েছেন। শুক্রবার কলকাতায় এই কথা বলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী যখন বিপদে পড়েন তখন চিঠিচাপাটি শুরু করেন। এর আগেও তিনি এমন প্যাকটিস করেছেন। করোনা নিয়ে রাজ্যসরকার নাজেহাল। কেন্দ্রের কোনও গাইডলাইন মানছে না রাজ্য সরকার। কোয়ারেন্টাইনগুলির অব্যাবস্থাতে মানুষ ক্ষুব্ধ। আইসোলেশন ওয়ার্ড পর্যাপ্ত গড়ে তুলতে পারেনি রাজ্য সরকার। তাই এইসব দিক থেকে মানুষের জনর ঘোরাতেই মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রাজ্যপালকে পত্রবোমা পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই চালাকি মানুষ ধরতে পেরেছেন। মুখ্যমন্ত্রী পত্রবোমা দিয়ে সবকিছু চাপার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তুু মানুষ করোনা প্রতিরোধে রাজ্যের অব্যাবস্থা নিয়ে সরব থাকবেন বলে মনে বিজেপির রাহুল সিংহ।