আমাদের ভারত, ১২ ডিসেম্বর: প্রথম বার মেঘালয় সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম ভিন্ রাজ্যে রাজনৈতিক সফরে তাঁর সঙ্গী হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর নাগাদ মেঘালয়ে পৌঁছেছেন মমতা। দু’দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
নতুন বছর পড়তেই মেঘালয়ে বিধানসভা ভোট। তার আগেই সে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। ত্রিপুরার পাশাপাশি এবার উত্তর-পূর্বাঞ্চলে আরও একটি রাজ্যে নির্বাচনে অংশ নিতে চলেছে৷ তৃণমূল। সেক্ষেত্রে মমতা সে রাজ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূলের পালে হাওয়া লাগবে বলে রাজনৈতিক মহলের ধারণা। কারণ এখানে প্রধান বিরোধী দল কংগ্রেসের বিধায়করা তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলই এখানে প্রধান বিরোধী দল।
ত্রিপুরার পাশাপাশি মেঘালয়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে লড়াই করেনি ঘাসফুল শিবির। কিন্তু তার পরেও পাহাড়ি এই রাজ্যে এখন প্রধান বিরোধী দল তারাই। কংগ্রেস ছেড়ে ১১ জন বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। এ হেন মেঘালয়ে অভিষেককে নিয়ে মমতার সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেখানে আগে থেকেই রয়েছেন তৃণমূলের বিধায়ক মানস ভুঁইঞা। তিনি মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক।
সোমবার দুপুরে শিলংয়ের উমরোই বিমানবন্দরে নামতেই দলনেত্রী মমতাকে স্বাগত জানান সমর্থকরা। মেঘালয়ের বিরোধী নেতা মুকুল সাংমা বলেন, “সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বার এখানে এসেছেন। আমরা খুব খুশি। রাজ্যের সমস্ত তৃণমূল নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। সাক্ষাতের সুযোগ পাবেন।”
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে মেঘালয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুকুল-সহ রাজ্য তৃণমূল নেতৃত্ব, সেখানকার সব জেলা ও ব্লক কমিটির প্রতিনিধি, মহিলা, ছাত্র ও যুব সংগঠনের নেতারা।