আমাদের ভারত,১১ জানুয়ারি:কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে মোট ৩৮ হাজার কোটি টাকা। মোদীর সঙ্গে রাজভবনে বৈঠকে এই বকেয়া নিয়েই কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআর নিয়ে আপত্তির কথাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। বৈঠকের পর রাজভবন থেকে চলে যাওয়ার আগে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে আসার অনেক আগে থেকেই সেখানে এসে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। স্বাগত জানান তিনি মোদীকে। উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়।
বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের দেখে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে আসেন। তিনি বলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন বিষয়টি নিয়ে দিল্লিতে চিঠিপত্রগুলি দেখবেন। একই সঙ্গে সিএএ, এন আর সি,এনপিআর নিয়েও আপত্তির কথা মোদীকে জানিয়েছেন বলে জানান। মোদী বলেন, এই বিষয়টি নিয়ে প্রয়োজনে দিল্লিতে বসে আলোচনা হতে পারে।