নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ ডিসেম্বর: বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ষড়যন্ত্রকারী কারা মুখ্যমন্ত্রী তা ভালই জানেন। তারপরও আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য সিআইডি কৃষ্ণগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক খুনের মামলায় আমার নামে চার্জশিট জমা দিয়েছে। শনিবার উত্তর কলকাতায় কেশব চন্দ্র সেন স্ট্রিটে জনসম্পর্ক অভিযান কর্মসূচি শেষ করে এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়।
কৃষ্ণগঞ্জ এর তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এর খুনের ঘটনায় মুকুল রায়কে মূল চক্রান্তকারীর হিসেবে অভিযুক্ত করেছে সিআইডি। আজ রানাঘাট আদালতে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিআইডি। সেই প্রসঙ্গে মুকুল রায় বলেন, সত্যজিৎ বিশ্বাস তৃণমূলে তরুণ বিধায়ক ছিলেন। তাঁকে খুনের ঘটনা খুব দুঃখজনক। স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। উনি খুব ভালো করেই জানেন দলীয় বিধায়ক খুনে কারা কারা যুক্ত। কিন্তুু তারপরেও আমাকে জড়িয়ে সিআইডি ফাইনাল চার্টশিট দিচ্ছে, বলে অভিযোগ করেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি মুকুল রায়। যদিও সিআইডির তদন্তে বিচলিত নন বলেই তৃণমূলকে কটাক্ষ করলেন মুকুল রায়। তিনি বলেন আমার বিরুদ্ধে ৪২টি মামলা চলছে। কোনও মামলাতেই আমাকে ফাঁসানো সম্ভব হয়নি রাজ্যের। আদালতের রায়ের উপর আমার ভরসা রয়েছে। প্রাক্তন বিধায়ক খুনেও কলকাতা হাইকোর্টের রায় সিআইডির জানা।
উল্লেখ্য সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় কলকাতা হাইকোর্ট মুকুল রায় কে রক্ষাকবচ দিয়েছে। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী এই মামলায় আরও দুমাস মুকুল রায় কে গ্রেফতার করতে পারবে না সিআইডি। সেই কথা সিআইডিকে স্মরণ করিয়ে মুকুল রায় বলেন, প্রয়োজনে আমি আবার বিচার বিভাগের কাছে যাব।