করোনা পরিস্থিতিকে ২০২১-এর প্রস্তুতির জন্য ব্যবহার করছেন মমতা, দাবি সুজন চক্রবর্তীর

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ জুলাই: করোনার মত কঠিন সময়ে রাজ্য ভোটের প্রস্তুতি শুরু করেছে তার ফায়দা তুলতে চাইছে রাজ্য, মঙ্গলবার রাজ্য বিধানসভার বাইরে এই অভিযোগ করেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেন, রাজ্য সরকার অনেক কিছুই করছে, তবে সবটাই ২০২১ এর দিকে তাকিয়ে রাজ্য সরকার অঙ্ক কষছে। তবে তা রাজ্যের মানুষ বুঝতে পারছেন বলেও সুজনবাবু। পাশাপাশি করোনার সময় রাজ্য সরকারের পৌষ মাস হয়েছে। চারদিকে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে মানুষ প্রশ্ন তুলছেন। কিন্তু করোনার জন্য মানুষ প্রতিবাদ করতে পারছেন না। আর রাজ্য সরকার তাকে পৌষমাস ভাবছে।

অন্যদিকে একই অবস্থা কেন্দ্রের। দেশের অসময়ে বিজেপি সরকার সবকিছু বিক্রি করছে। একটার পর একটা রাষ্ট্রায়ত্ব সংস্থা বিক্রি করছে মোদী সরকার। মানুষ রাস্তায় নামতে পারছেন না। আর তা বুঝতে পেরেই সব অনৈতিক কাজ কেন্দ্রীয় সরকার করছে বলে জানান সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *