Suvendu, Mamata, বিশ্বের শ্রেষ্ঠ মিথ্যাবাদী মমতা: শুভেন্দু

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে আসার দুই দিনের মাথায় এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপর্যাপ্ত ত্রাণ, ত্রাণে দলবাজি, শিশু খাদ্যের অভাব, পানীয় জলের অসুবিধা, মানুষের সঙ্গে গবাদি পশুরাও অনেক অসুবিধার মধ্যে রয়েছে এই অভিযোগ করার পাশাপাশি তিনি রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের তৃণমূলের পক্ষপাতিত্বের অভিযোগ করলেন। এই দিন শুভেন্দু অধিকারী ঘাটালে দলীয় মিছিলে অংশ নেব। একটি পথসভাও করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বের শ্রেষ্ঠ মিথ্যাবাদী বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শনকে কটাক্ষ করে বলেন, তু খিঁচ মেরি ফটো। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম প্রশাসনিকভাবে বিভক্ত হলেও আমরা বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের জেলার মানুষ। আমরা সবাই মেদিনীপুরের লোক বলে তিনি উল্লেখ করেন।

রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, রাজ্যে চাকরি নেই শিল্প নেই রাজ্যকে শেষ করে দিয়েছে। ৮২০০ স্কুল বন্ধ, ৬৮৮৮ শিল্প বন্ধ। ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তিতে পুলিশ আধিকারিককে দিয়ে উত্তরীয় পরানোর সমালোচনা করে বলেন, দিদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করেছেন। চুরির মালগুলো ভাইপোর কাছে পৌঁছে গেছে। বিদ্যাসাগর মহাশয়কে পরানোর জন্য উত্তরীয় কিনতে পারেননি, নিজের গলার ব্যবহৃত উত্তরীয় বিদ্যাসাগর মহাশয়কে পরিয়ে দিয়েছেন তাও পুলিশের হাত দিয়ে। তিনি মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি করেন। তিনি বলেন, আমরা বর্ণপরিচয় স্রষ্টাকে প্রণাম করি।

মমতা ব্যানার্জির উদ্দেশ্যে তিনি বলেন, বাংলা এবং বাংলা ভাষার জন্য কেঁদে আকুল। বিরোধী দলনেতার অভিযোগ, রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে তৃণমূলকে। এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে “পিসিমণি” ক্ষমতায় থাকবে না।

তিনি দেবকে চিটিংবাজ বলে উল্লেখ করে বলেন, ভারতবর্ষের পার্লামেন্টে সবচেয়ে কম উপস্থিতি দেবের। ভোটের সময় হাঁটু ছেঁড়া জিন্স পরে মানুষকে টুপি পরাতে দেব ঘাটালে আসেন বলে করেন অভিযোগ শুভেন্দু অধিকারী। ভোটের সময় দীপক অধিকারী এসে বলেন, আই লাভ ইউ। মানস ভুঁইঞাকে তিনি মেদিনীপুরের লজ্জা বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শনকে কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডাঙ্গায় দাঁড়িয়ে আছেন, এরা দাঁড়িয়ে আছেন তার পাশে।

মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসতে বলছেন। লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন ভাতা দেবেন। তারা ভিন রাজ্যে থেকে অনেক বেশি ইনকাম করে। ১৪, ১৫ এবং ১৬ আগস্ট ঘাটালে বিজেপি বিশেষ ত্রাণ দেবে বলে বলেন শুভেন্দু অধিকারী। তিনি ১৫ আগস্ট ডিঙি ঠিক করে রাখতে বলেন। তিনি জলপ্লাবিত এলাকায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *