রাজেন রায়, কলকাতা, ২৫ জানুয়ারি: বিজেপি থেকে ‘সাময়িক বরখাস্ত’ করে দেওয়া হয়েছে জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তেওয়ারিকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ নোটিশের পর গত সোমবার দল থেকে ‘সাময়িক বরখাস্ত’ হয়েছেন তাঁরা দু’জনেই। যার পাল্টা এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জয়প্রকাশ মজুমদার।
বিজেপির রাজ্য নেতৃত্বকে আক্রমণ করতে গিয়ে জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে কোনও দ্বিধা নেই। দক্ষ পোড়খাওয়া রাজনীতিবিদ হিসেবে মনে রাখা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওনার কূটনৈতিক বিষয়েরও প্রশংসা করেন অনেকে।
বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে কোনও আন্দোলন করেনি বিজেপি। তারা আদালতে গিয়েছি অনেকবার। কিন্তু যে কর্মীরা মার খেয়েছে, তাঁদের পাশে দাঁড়ানো, সেই জেলায় যাওয়া, সেই মণ্ডলে যাওয়া– সেটাই বড় ব্যাপার। কিন্তু বিজেপির অভিমত হাইকোর্টে গিয়ে সেটা ঘটনাটা কাগজে বেরোলে তাতে বেশি সাহায্য হবে।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামফ্রন্টের বিরুদ্ধে ক্ষমতায় আসার জন্য লড়াই করছিলেন, তখন তিনি হাইকোর্টের উপর নির্ভর করে লড়াই করেননি। তিনি মাঠে ময়দানে রাস্তায় নেমে লড়াই করেছিলেন। কারণ, সেটাই বাংলার রাজনীতি। আর অনেকে সেটাই বোঝে না।’