Sukanta, Mamata, সুবল সোরেনের মৃত্যুর জন্য দায়ী মমতাই, কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ১৫ আগস্ট: “এই মৃত্যুর জন্য কেবলমাত্র ব্রেন স্ট্রোক নয়, প্রকৃত দায়ী যদি কেউ হন, তবে তিনি রাজ্যের অযোগ্য ও ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” সুবল সোরেনের মৃত্যু প্রসঙ্গে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সম্পাদক ডঃ সুকান্ত মজুমদার।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি ও দৌরাত্ম্যের বলি হতে হলো পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা আদিবাসী শিক্ষক সুবল সোরেনকে। আজ তাঁর মতো হাজার হাজার শিক্ষকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে থাকা তৃণমূল সরকারের এই সীমাহীন দুর্নীতি বাংলার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। যেখানে কলঙ্কের প্রতীক হিসেবে লেখা থাকবে বাংলার অযোগ্য এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

আজ সমগ্র দেশ যখন মহাসমারোহে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গে মানসিক উৎকণ্ঠার জেরে একজন আদিবাসী শিক্ষকের অকাল মৃত্যু ঘটল। তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের দাবি অনুযায়ী, চরম মানসিক চাপ এবং উৎকণ্ঠার থেকে সৃষ্ট ব্রেন স্ট্রোকে এই মর্মান্তিক মৃত্যু। এই কঠিন মুহূর্তে আমি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *