Tathagata, Mamata, “মমতা চিরাচরিত ঢঙে প্রলাপ বকছেন,” জলভাসির ‘বাস্তব পরিস্থিতি’ ব্যাখ্যা তথাগতর

আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: বানভাসি কলকাতার অবস্থা নিয়ে বিতর্ক ও প্রশ্ন উঠেছে। এই অবস্থায় একদিকে রাজ্যের বিরোধীরা যেভাবে সরব হয়েছেন, সেভাবেই অন্যের ওপর দোষ চাপিয়ে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু বৃহস্পতিবার এক্সবার্তায় লিখেছে“কলকাতার জলের একটা ছোট অংশই গঙ্গায় বেরোয়, কারণ কলকাতার ঢাল উল্টো দিকে, পশ্চিম থেকে পূব দিকে। কলকাতার জল প্রধানত বেরোয় দুটি খাল দিয়ে, যাদের নাম Town Head Cut ও Suburban Head Cut। এ ছাড়া উত্তর শহরতলীর জল বাগজোলা খাল দিয়ে, এবং দক্ষিণ শহরতলীর জল টালি নালা ও অন্যান্য ছোটখাট খাল দিয়েও বেরোয়। এই জল আপনাআপনি খালে পড়ে না, পাম্প করে ফেলতে হয়।

ফারাক্কা ব্যারাজ তৈরির আগে বিহার থেকে আগত জল পদ্মা দিয়ে বাংলাদেশে চলে যেত। ব্যারাজ তৈরির পর গঙ্গার ডান পার থেকে ফিডার ক্যানাল মারফত ভাগীরথীতে ঢোকে। এই ক্যানাল দিয়ে কতটা জল ঢুকবে সেটা পুরোপুরি ব্যারাজ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন, তাঁরা বেশি জল অনায়াসে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *