মমতার বিকল্প হয় না: অনুব্রত

আশিস মণ্ডল, বোলপুর, ৩ অক্টোবর: “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারও তুলনা হয়? আর বিজেপি তো ছাগল বেড়ালের দল। ওরা এখন পাড়ায় পাড়ায় চড়ে বেরাক”। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর এভাবেই বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের উদ্দেশ্যে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সতীপিঠ নলাটেশ্বরী এবং সিদ্ধপীঠ তারাপীঠে মা তারার পুজো দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। দু জায়গাতেই করিয়েছিলেন যজ্ঞ। নলহাটিতে সাংবাদিকদের জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ ভোটে জিতবে। যদিও জয়ের পর সেই মন্তব্য থেকে সরে এসেছেন অনুব্রত মণ্ডল। রবিবার তিনি সাংবাদিকদের বলেন, “আমি বলেছিলাম ৬০ থেকে ৮০ হাজার ভোটে জিতবে। জিতে গিয়েছে। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে না তো অন্য কেউ জিতবে”? এরপরেই বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “ওরা ছাগল বেড়ালের দল। ওদের জিজ্ঞেস করো ওরা ঘরে বসে থাকবে, না চার পায়ে ছাগলের মতো চড়ে বেরাবে?”

ভবানীপুরে ব্যবধান বেড়ে যাওয়া প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “মমতার জয়ের ব্যবধান তো বাড়বেই। মানুষ উন্নয়ন দেখছেন। ভোটের আগে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা শুরু করে দিয়েছেন। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন। বিজেপি ভারত বর্ষে একের পর এক সব বিক্রি করে দিচ্ছে। আর মমতা নতুন নতুন প্রকল্প ঘোষণা করে চলেছে। সেই ঘোষণা বাস্তবে রূপ দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারও তুলনা হয় নাকি। ছাগল বেড়ালের সঙ্গে তুলনা হয়?”

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পরাজয় প্রসঙ্গ উঠতেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেন, “আদালতে মামলা চলছে। আদালত যদি গণনার রায় দেয় তাহলে সেখানে ৫০-৬০ হাজার ভোটে মমতা জিতবে”। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাগলের বাচ্চা বলেও কটাক্ষ করতে ছাড়েননি অনুব্রত। তিনি বলেন, “ও মানুষ আছে না কি। ওর সম্পর্কে বলার মতো কিছু নেই। ছাগল বেড়ালের দল সব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *